কোচবিহারের ভূমিপুত্র উত্তম কুমার ব্রজবাসীকে অনুপ্রবেশকারী সন্দেহে নোটিশ তলব করেছে বিজেপি পরিচালিত আসাম সরকার। এনআরসি এর নামে কোচবিহারের রাজবংশী নাগরিকদের তথা বঙ্গবাসীদের টার্গেট করেছে বিজেপি। এই অভিযোগ কে সামনে এনে, এর প্রতিবাদে ইএনআরসি বিরোধী বিক্ষোভ মিছিলে সামিল হল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।

মঙ্গলবার কোচবিহার শহরের স্টেশন চৌপতি সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয় এবং শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন এস টি এস সি সেল এর জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী টুইট করেছেন। উত্তম কুমার ব্রজবাসী যিনি কোচবিহারের ভূমিপুত্র রাজবংশী সমাজের মানুষ। তাকে টার্গেট করে যে নোটিশ করা হয়েছে, এবং ১৫ তারিখ তাকে যেতে বলা হয়েছে। এটা কোচবিহার তথা বাংলার মানুষকে টার্গেট করেছে অসমের বিজেপি সরকার। ইতিমধ্যে উত্তম কুমার ব্রজবাসী সমস্ত নথি পেশ করেছেন। যেসব নথি পাসপোর্ট তৈরির ক্ষেত্রে জমা দেওয়া হয় উত্তম কুমার ব্রজবাসীর সমস্ত নথি রয়েছে। এই যে একটা প্যানিক তৈরি করা হচ্ছে কোচবিহারে।