গোটা বিশ্ব সহ দেশ ও রাজ্যের বর্তমান অস্থির সময়ে মার্কসবাদ এবং লেলিনবাদ এর প্রাসঙ্গিকতা অপরিসীম। তাই প্রতিনিয়ত এর চর্চা অত্যন্ত জরুরী।এই মার্কসবাদ-লেনিনবাদের চর্চার ক্ষেত্রে সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়েই শারদোৎসব উপলক্ষে রবিবার সন্ধ্যায় কোচবিহার শহরের মরাপোড়া চৌপথী এলাকায় সিপিআই(এম) কোচবিহার শহর দক্ষিণ এরিয়া কমিটির দপ্তরের সন্মুখে জ্যোতি বসু স্মারক পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্যোগে উদ্বোধন হলো শারদীয় মার্কসীয় এবং প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রের।

এদিন সন্ধ্যায় কোচবিহার শহরের মরাপোড়া চৌপথী এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের সম্মুখে এই বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন সিপিআই(এম) নেতা মহানন্দ সাহা, সাধন দেব, সুজিত দাস, মহিলা নেত্রী মধুছন্দা সেনগুপ্ত প্রমূখ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক কুমার সরকার।
প্রতিবছরই শারদোৎসবে জ্যোতি বসু স্মারক পুস্তক বিক্রয় কেন্দ্র থেকে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য পত্রিকা বিক্রয় করা হয় সিপিআই(এম) কোচবিহার শহর এরিয়া কমিটির পক্ষ থেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শারদোৎসবের শেষ দিন পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই পুস্তক বিপণন কেন্দ্র।