ফের কোচবিহার শহরের সুনীতি রোডে বিশেষ অভিযান ট্রাফিক পুলিশের। রাস্তায় যানজট এড়াতে বারংবার কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ, ফের একই চিত্র দেখা গেল সোমবার। কোচবিহার শহরের সুনীতি রোডে বিশেষ অভিযান চালায় ট্রাফিক পুলিশ।

এদিন যেসমস্ত টোটো , অটো , এছাড়া বিভিন্ন গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল সেই সমস্ত গাড়িগুলিকে সেখান থেকে সরানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন কোচবিহার সদর ট্রাফিক ওসি সুরেশ দাস। এদিন ট্রাফিক ইন্সপেক্টর ভাস্কর বিশ্বাস জানান তাদের এই কর্মসূচি প্রতিনিয়ত হয়ে থাকে এদিনও এই কর্মসূচি হল যে সমস্ত টোটো বা অটো রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল সেই সমস্ত টোটো এবং অটোগুলি সেখান থেকে সরানো হয় । দেখা যায় যে সমস্ত টোটো কোচবিহার শহরে চলাফেরা করছে সেই সমস্ত টোটোগুলি যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে মানছে না কোন ট্রাফিক আইন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলো তিনি জানান যে সমস্ত টোটো গুলি এরকম করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।