বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও জেলা জুড়ে তৃণমূলি সন্ত্রাসের অভিযোগ তুলে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল বিজেপির।
মঙ্গলবার কোচবিহার জেলা কার্যালয় থেকে তারা তাদের মিছিল বের করে এবং কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায়, উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য নেতৃত্বরা।

সেই মিছিলে কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন জানান বৃহস্পতিবার গুলি কাণ্ডে পুলিশ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে অন্যায় ভাবে তুলে নিয়ে গিয়েছে। এছাড়া বিজেপির মিছিলে আসা বিজেপি কর্মীদের রাস্তায় আটকে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এর প্রতিবাদ জানিয়ে এদিন তাদের এই বিক্ষোভ মিছিল।।