কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবী বাড়ির পুজো মণ্ডপ আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি বৃহস্পতিবার কোচবিহার জেলার ৭টি সর্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহার জেলার বড় দেবী বাড়ির সহ কোচবিহার সদরের ভেনাস স্কয়ার, শক্তি সংঘ, বটতলা স্পোর্টিং ক্লাব, তুফানগঞ্জ ২নং ব্লকের জোড়াই মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি, হলদিবাড়ির দিদিভাই পুজো কমিটি এবং মাথাভাঙ্গার দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে কোচবিহার দেবী বাড়িতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ।
★ এদিন কোচবিহার শহর সংলগ্ন শক্তি সংঘের পুজোর ভার্চুয়ালি উদ্বোধনে এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক প্রমুখ।