শিক্ষক দিবস উদযাপনের সভা মঞ্চ থেকে বিধানসভা নিয়ে আলোচনা এবং বাংলা ভাষার ওপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর।
উল্লেখ্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক ও সামাজিক গণমাধ্যম রাজনগর এর পক্ষ থেকে কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় শিক্ষক দিবস উদযাপন। সেখানে দেখা যায় বিভিন্ন স্কুল , কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে অধ্যক্ষরা উপস্থিত ছিলেন সেখানেই সেই শিক্ষক দিবসের সভা মঞ্চ থেকে বিধানসভা নিয়ে আলোচনা এবং বাংলা ভাষা ওপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর।

এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান গতকাল বিধানসভায় কেন্দ্রীয় সরকার বলেছে ২০২৪ সালের আগে যারা ওপার থেকে এপারে এসেছে তাদের সিটিজেনশিপ নাকি এমনি দেওয়া হবে একটা সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিচ্ছে যেটা তুলনামূলকভাবে বিতর্কিত আর একটা ব্যাখ্যা রাজ্যের বিরোধী দলনেতা দিচ্ছে সেটাও তুলনা মূলকভাবে বিতর্কিত। যে বাঙালির গর্ব বাংলা ভাষা সেই বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে।
এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক উৎপল দাস জানান রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাংলা শিক্ষাব্যবস্থা টাকে ধ্বংস করেছে শিক্ষকদের অপমান করেছে এবং শিক্ষকদের রাস্তায় বসিয়েছে সেই মুখ্যমন্ত্রী এবং তার দলের একজন জেলা সভাপতি সে রাজনৈতিক বক্তব্য রাখবেন সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্মদিন অর্থাৎ শিক্ষক দিবসের দিন। যেখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জীবন কাহিনী নিয়ে আলোচনা হবে না তার চিন্তাধারা নিয়ে আলোচনা হবে না সেখানে একজন জেলা সভাপতি আমি জানিনা তার শিক্ষাগত যোগ্যতা কতটা রয়েছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিষয় নিয়ে তিনি কতটা জানেন সেখানে বিরোধীদের নিয়ে তিনি আলোচনা করবেন এটাই স্বাভাবিক।