সামনেই শারদ উৎসব, আর এই শারদ উৎসবের সুর বাঁধা শুরু হয় মহালয়ার দিন থেকে। কারণ এই দিন থেকেই সূচনা হয় মাতৃ পক্ষের। কোচবিহার শহরে মহালয়ার সকালে মানুষের অভিমুখ থাকে কোচবিহার মহাশ্মশানের উদ্দেশ্যে, কারণ প্রতি বছরই এই মহা শ্মশান চত্বরে ৫১পীঠের পুজো, শ্মশান কালী পুজো, চণ্ডীপাঠ, কুমারী পুজো সহ বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান এবং মেলা বসে আসছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শনিবার রাত থেকেই শুরু হতে যাচ্ছে এই ৫১পীঠের পুজো সহ শ্মশান কালী পুজো। শনিবার সন্ধ্যা থেকে এই প্রস্তুতি তুঙ্গে। জমজমাট মহালয়ার মেলাও।

কোচবিহার শহরের ১০নং ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিটের শেষ প্রান্তে অবস্থিত এই মহাশ্মশানকে ঘিরে মহালয়া উপলক্ষে বসে মেলা। পুজোর আনন্দে মাতেন সকলে। কোচবিহার পৌরসভার পৌরপ্রধান বীরেন কুন্ডু থাকাকালীন, তার উদ্যোগে এই ৫১পীঠের পুজো এবং মেলা হয়ে আসছে। তার পথ অনুসরণ করে এবারও এই আয়োজন করা হয়েছে বলে জানান কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, এই পুজো উপলক্ষে রবিবার বুঝবি বাউল গানের আসর। দুদিন ধরে চলবে এই মেলা।