একেবারে দিনেদুপুরে এক মহিলার গলার হার ছিনতাই করে পালাতে গিয়ে স্থানীয় দের হাতে পাকড়াও এক দুষ্কৃতী। রবিবার বক্সিরহাটের মদনমোহন পাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে সংশ্লিষ্ট এলাকায়। জানা যায় মদনমোহন পাড়া এলাকার বাসিন্দা শান্তি বর্মন নামে ওই মহিলা বক্সিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা বাইকে চেপে ওই মহিলার পিছু নিয়ে ওই মহিলার গলার হাড় ছিনতাই করতে যায় সেই সময় ওই মহিলা রাস্তায় পড়ে গিয়ে চিৎকার করতেই স্থানীয় মানুষ জন ছুটে আসে এবং স্থানীয় বাসিন্দাদের আসতে দেখে ছিনতাইকারী সেই সময় দ্রুতগতিতে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় টোটো তে ধাক্কা লেগে দুষ্কৃতির বাইক সহ পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতীকে ধরে গণধোলাই দেয়।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে বকশিরহাট থানার পুলিশ পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। এ ব্যাপারে শান্তি বর্মন নামে ওই মহিলা বলেন, আমি বকশিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় দুষ্কৃতীরা আমার গলার হার দেখে আমার হার ছিনতাইয়ের চেষ্টা করে তখনই টান লেগে আমি পড়ে যাই এবং চিৎকার করতে শুরু করি সে সময় স্থানীয়রা এসে ওই যুবককে পাকড়াও করে, তিনি আরো বলেন যদিও এটি সোনার হার নয় এটি সিটি গোল্ডের হার। তবে এটি যদি সোনার হার হত তাহলে আর শেষ রক্ষা হতো না বলে জানান তিনি। এর আগে এই এলাকায় এই ধরনের কোন ঘটনা ঘটেনি এই প্রথম আমার সঙ্গে এই ঘটনা ঘটলো এতে আমি আতঙ্কে রয়েছি। আমি চাইবো পুলিশের তদন্ত করে ওই দোষীকে উপযুক্ত শাস্তি দিক এই ধরনের ঘটনা যাতে এলাকায় কারো সঙ্গে নাঘটে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবক বিহারের বাসিন্দা। কি কারণে ওই যুবক এই এলাকায় এসেছিল এবং মহিলাদের টার্গেট করে তাদের হার ছিতাইয়ের চেষ্টা চালাচ্ছে। এর সঙ্গে আরো কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তাও ইতিমধ্যে খতিয়ে দেখে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।