পুরোপুরিভাবে এজেন্সি প্রথা বাতিল করে এজেন্সির মাধ্যমে কর্মরত কোচবিহার পৌরসভার প্রায় সাড়ে ৬০০ অস্থায়ী পৌর কর্মচারীদের সরাসরি পৌরসভার মাধ্যমে কাজ করানোর দাবি সহ ৮দফা দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার পৌরসভার পৌর প্রধানকে ডেপুটেশন দিল কোচবিহার মিউনিসিপালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

এই পৌরসভার বোর্ড মিটিং এর আগে এদিন পৌর প্রধানের হাতে এই ডেপুটেশন তুলে দেন এই সংগঠনের নেতৃত্বরা। সংগঠনের নেতা সমীর ঘোষ জানান, তাদের পেশ করা ডেপুটেশনের দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন পৌর প্রধান এবং এই দাবিগুলি পূরণের যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন তিনি বলে আশ্বস্ত করেছেন। তবে এজেন্সি প্রথা বাতিলের বিষয়টি নিয়ে সঠিক কোন দিশা দেখাতে পারেননি তিনি এই এজেন্সি কথা বাতিল না হলে পেন ডাউন কর্মসূচি থেকে শুরু করে কলকাতায় গিয়েও আন্দোলনের সামিল হবেন তারা বলে এদিন জানান তিনি।
এ প্রসঙ্গে কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বলেন এই এজেন্সি প্রথা প্রায় ২৫ বছর ধরে চলে আসছে। সরকারি নিয়ম অনুযায়ী পৌরসভার সরাসরি ভাবে কোনো শ্রমিক নিয়োগ নেই ,শ্রমিক নিতে হলে এজেন্সির মাধ্যমেই নিতে হবে। তিনি বলেন ২০১৭সালে রাজ্য সরকার রাজ্যের সব কটি পৌরসভার কাছেই তাদের অস্থায়ী কর্মীদের তালিকা চেয়ে পাঠিয়েছিল। রাজ্যের প্রায় সমস্ত পৌরসভা এই তালিকা রাজ্য সরকারের কাছে পৌঁছে দিলেও দার্জিলিং পৌরসভা এবং কোচবিহার পৌরসভা এই তালিকা পাঠায়নি। এই কারণে কিছুটা সমস্যা হচ্ছে বলে এদিন জানান তিনি।