মিথ্যে অপবাদ দিয়ে বিজেপির বিধায়ক সহ তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বিধায়কসহ ৫জনের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে তারা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এনে রবিবার কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি এলাকায় মিছিল করল বিজেপি। এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন প্রমূখ।

এই মিছিলকে ঘিরে টান টান উত্তেজনা ছিল পুন্ডিবাড়ি বাজার এলাকায়।
বিজেপির মিছিল শেষ হতেই পুন্ডিবাড়ি বাজারে মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পুন্ডিবাড়ি বাজার এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুন্ডিবাড়ি থানার পুলিশকে।
উল্লেখ্য, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার ২নং ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতে বৃহস্পতিবার রাতে ঘটে যায় শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হন কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। এই শুট আউট কান্ডে বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তার গাড়ির চালক উত্তম গুপ্তাকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। শনিবার তাদের তোলা হয় আদালতে। পুলিশ তাদের ৭দিনের পুলিশী হেফাজতের আবেদন করলে আদালত তাদের ৫দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।
এদিন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, তৃণমূল কংগ্রেস কয়েকটা গোষ্ঠীতে বিভক্ত এতটাই চরণে উঠে গেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ যে তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে মাথা ফাটাফাটি করছে গোলাগুলি করছে তাদের লোক মারা যাচ্ছে আর এই অপবাদ বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রতেও এই একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে তারা। আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে কোচবিহার জেলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছেন বলে এদিন জানান বিজেপি কোচবিহার জেলা সভাপতি।
অন্যদিকে তৃণমূল নেতা শুভঙ্কর দে এদিন বলেন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করছেন, তৃণমূলের কর্মাধ্যক্ষ রাজু দেকে হত্যা করার চেষ্টা করা হয়েছে গুলি চালিয়ে। তার প্রতিবাদে উত্তর বিধানসভা কেন্দ্রে বুথে বুথে গণস্বাক্ষর অভিযান এবং প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল করবার ঘোষণা করা হয়েছে। এদিন তৃণমূল কংগ্রেসের পুন্ডিবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভা ও প্রতিবাদী মিছিল হয়েছে।