কোচবিহার পানিশালা এলাকায় পিটিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া পরিতোষ দাসকে তোলা হল কোচবিহার জেলা ও দায়রা আদালতে।
উল্লেখ্য গত রবিবার কোচবিহার পানিশালা এলাকায় একটি খুনের ঘটনা ঘটে। জানা যায় ধানের চারা রোপণ করাকে কেন্দ্র করে পরিতোষ দাস নামে এক ব্যক্তি সুভোদ মালাকারকে পিটিয়ে খুন করে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার অভিযুক্ত পরিতোষ দাসকে গ্রেফতার করে পুলিশ এবং মঙ্গলবার তাকে তোলা হয় কোচবিহার জেলা ও দায়রা আদালতে। ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপান উত্তর ।

তৃণমূলের জেলা সভাপতি অভিযোগ করেন খুন হওয়া ব্যক্তি অর্থাৎ সুভোদ মালাকার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পিটিয়ে খুন করা ব্যক্তি পরিতোষ দাস।
এই ঘটনার পর অভিযুক্ত পরিতোষ দাসকে কোচবিহার জেলা ও দায়রা আদালতে তোলা হয় মঙ্গলবার। পার্থ প্রতিম রায় বলেন তৃণমূল কর্মী খুন হয়েছে এটা অত্যন্ত দুঃখ জনক ঘটনা। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ,পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে।
যদিও এই বিষয়ে তীব্র কটাক্ষ করে বিজেপি। বিজেপির পক্ষ থেকে বিরাজ বোস বলেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল চরমে । আমরা প্রথম থেকেই বলছি পরিতোষ দাস আমাদের কোনো কর্মী নয় ।