কোনভাবেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে বেসরকারিকরণ না করা, সংস্থার মৃত কর্মীর পোষ্য সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, সংস্থার চুক্তিভিত্তিক এবং এজেন্সি কর্তৃক নিয়োজিত কন্ডাক্টার ও মেকানিক ও ড্রাইভারদের বেতন বৃদ্ধি করা, সকলকে সঠিক সময়ে পে-স্লিপ দেওয়ার ব্যবস্থা করা, অবিলম্বে এনবিএসটিসিতে স্থায়ী কর্মী নিয়োগ করে সংস্থার অচলাবস্থা দূর করা এবং নিয়োগের ক্ষেত্রে মৃত কর্মীর পোষ্যদের অগ্রাধিকার দেওয়ার দাবির পাশাপাশি ৯দফা দাবিকে সামনে রেখে বুধবার সংস্থার কোচবিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারকে ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন।

এদিন এনবিএসটিসি কোচবিহার কেন্দ্রীয় বাস টার্মিনাসে সংস্থার কোচবিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন পরিবহণ শ্রমিকরা।
সংগঠনের কোচবিহার ডিভিশনাল সম্পাদক রণেন্দ্রনাথ রায় এদিন বলেন, সংস্থার এজেন্সিগুলিকে পুনরায় টেন্ডার করা, অধিক সংখ্যক বাস চালিয়ে যাত্রী হয়রানি বন্ধ করা, প্রমোশন ও যোগ্য শূন্যপদগুলি অবিলম্বে প্রমোশন দিয়ে পূরণ করা, বাস কন্ডাক্টরদের ডিউটিতে ব্যবহৃত ইটিএম মেশিন ও উন্নত মানের টিকিট পেপার রোল সরবরাহ করার দাবিও এদিন উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি।