স্থানীয় থানার পুলিশের সাড়া না পেয়ে অবশেষে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের দ্বারস্থ হলেন কোচবিহার ১নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত সদস্যের স্ত্রী মীনু সরকার। শনিবার কোচবিহার প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন খোদ এই তৃণমূলী পঞ্চায়েত সদস্যের স্ত্রী।
উল্লেখ্য গত ৯ তারিখ কোচবিহার ১নং ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী পঞ্চায়েত সদস্য জনাব আলীর বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। এই ঘটনায় তার স্ত্রী কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে শনিবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন তিনি।
অভিযোগ পুলিশ কোন রকম সহযোগিতা করছে না, তাদের তারা বাড়িতে গেলে তাদের ওপর আরও হামলা হতে পারে বলে আশঙ্কা। তারা পুলিশের কাছে অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। তাই অবশেষে এদিন কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি বলে জানান।
