কোচবিহার দুই নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রাজু দের উপর গুলি চালানোর ঘটনায় ধৃত বিজেপি বিধায়কের ছেলে দীপঙ্কর রায় ও অপর একজন উত্তম গুপ্ত নামে যুবক কে কোচবিহার জেলা আদালতে পেশ করলো পুন্ডিবাড়ী থানার পুলিশ। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত ঝিনাইডাঙ্গা এলাকায় দুষ্কৃতি দ্বারা গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে।

বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল বিজেপি বিধায়ক এর ছেলে দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্তকে গ্রেফতার করে। পাশাপাশি এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ। আজ অভিযুক্তদের কোচবিহার জেলা আদালতে পেশ করা হলো।