অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে তোলা হলো কোচবিহার জেলা আদালতে। উল্লেখ্য সোমবার রাতে কোচবিহার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মনি রাজ হক নামে এক অনুপ্রবেশকারী বাংলাদেশীকে আটক করে পুলিশ । তাকে মঙ্গলবার কোচবিহার জেলা আদালতে তোলা হয় । জানা গেছে তার বাড়ি বাংলাদেশের নন্দীগ্রাম তার বাবার নাম আবু সাত্তার মিয়া।

এদিন তাকে কোচবিহার জেলা আদালতে তোলার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে জানায় ১০ দিন আগে সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল বর্ডার দিয়ে দালালের মাধ্যমে।
বিজেপি নেতা বিরাজ বোস বলেন কোচবিহার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। কাটা তারের বেড়া দীর্ঘ এলাকায় নেই, জমি অধিগ্রহনে রাজ্য সরকার তালবাহানা করছে বলে জানান তিনি। অনুপ্রবেশকারীরা কোচবিহারকে সেফ জোন হিসেবে মনে করছে বলে জানান তিনি।