বুধবার হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রামপঞ্চায়েতের মৃধাপাড়া সংলগ্ন তিস্তা নদীর চরে একটি অজানা বস্তু দেখতে পান স্থানীয়রা। বুধবার সে নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় হলদিবাড়ি থানার পুলিশকে। পরে পুলিশের তরফে খবর দেওয়া হয় বিন্নাগুরি আর্মি ক্যাম্পে । জানা গিয়েছে এদিন দুপুরে তিস্তা নদীর চরের জমিতে কাজ করার সময় স্থানীয় বাসিন্দা আজিজুল আকন্দ প্লাস্টিকের পাইপের মতো এক বস্তু দেখতে পান। এরপর তার ছোটো ছেলে মোবারক আকন্দ সেটি তিস্তা নদীর বাঁধে নিয়ে আসে।

পাইপের মুটকি খুলতে দেখা যায় তার ভিতরে রয়েছে তাজা একটি লম্বা বস্তু। এরপর স্থানীয় পঞ্চায়েতে সদস্য অমল রায় পুলিশের কাছে খবর দেন।এদিন এই খবর ছড়িয়ে পড়তে প্রচুর উৎসুক মানুষ সেখানে ভিড় জমান।প্রসঙ্গত উল্লেখ্য ,২০২৩ সালের অক্টোবর মাসে তিস্তার আচমকা জলচ্ছাসে সিকিমে অবস্থিত সেনাবাহিনীর একটি ছাউনি ভেসে গিয়েছিল। এর ফলে বহু বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র তিস্তার জলে ভেসে যায়। পরবর্তীতে সেগুলি জলপাইগুড়ি সংলগ্ন তিস্তার বিভিন্ন এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা বেশ কয়েকটি উদ্ধারও করেন। এটিও একইভাবে এই এলাকায় এসেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।