গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতে রবিবার এসএসসি-র একাদশ দ্বাদশের পরীক্ষা। সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে কড়া নজরদারি রয়েছে পুলিশের প্রবল বৃষ্টির মধ্যেও এই পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শনে আসেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ জেলার শীর্ষস্থানীয় পুলিশকর্তারা।
গোটা রাজ্যে শূন্যপদ ১২হাজার ৫১৪টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২লক্ষ ৪৬হাজার ৫০০জন। রাজ্যজুড়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি। কোচবিহার জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২২ টি।

ইতিমধ্যেই পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে। সকাল ১০ থেকে রিপোর্টিং টাইম। ১১:৪৫ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের গেট খোলা থাকবে। পরীক্ষা শুরু বেলা ১২থেকে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
এদিন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন, কোচবিহার জেলায় ২২ টি ভেনুতে পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটি ভেনুতেই পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত রয়েছে। ফিল্ডে রয়েছেন পুলিশ আধিকারিকরা। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তার সব রকম বন্দোবস্ত করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলে জানান তিনি।
★তবে এই পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের গলায় রীতিমতো হতাশার সুর। এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়েও রীতিমতো চিন্তিত তারা।