কোচবিহার চিলাখানা সন্নিকটে যাত্রী বোঝাই অসমগামি বাসের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বাস চালক যাত্রী সহ বাস নিয়ে এসে সোজা ঢুকে যায় তুফানগঞ্জ থানায়। অন্যদিকে রাস্তার ওপরেই বাইক আরোহীর মৃত্যু হওয়ায়, অবরুদ্ধ হয়ে পড়ে NH 31C জাতীয় সড়ক। পরে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকল পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
