বন্ধুদের সাথে নদীতে স্নান করতে এসে নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবক ও যুবতীর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোচবিহারে।
ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কারিশাল এলাকার তোর্সা নদীতে, মৃত যুবকের নাম শুভ্রজিৎ সরকার তার বাড়ি কোচবিহার শহরের দেবী বাড়ি সুশীলদাস পল্লী এলাকায়, তার বয়স ১৮বছর ও মৃতা যুবতীর নাম রূপা দাস, তার বাড়ি কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকায়, তার বয়সও ১৮বছর বলে জানা গেছে।
জানা যায়, এদিন প্রায় ৭জন এই এলাকায় তোর্সা নদীতে স্নান করতে যান।

এদের মধ্যে মোট ৪জন তলিয়ে যায়। এলাকার মানুষ ঘটনাটি দেখতে পেয়ে তারাও নদীতে নেমে ৪জনের মধ্যে ঠিক সময় মত দুজনকে তোর্সা নদী থেকে পাড়ে তুলতে সমর্থ্য হন। বাকি দুজন নদীতে তলিয়ে যান। পরবর্তীকালে তলিয়ে যাওয়া দুজন কে তোলা হলে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক এই দুজনকে মৃত বলে ঘোষণা করে। সঠিক সময়ে নদী থেকে উদ্ধার হওয়া বাকি দুজন বর্তমানে স্থিতিশীল। ঘটনায় ছড়িয়েছে শোকের ছায়া।