কোচবিহার শহরের একটি লজ থেকে BSF জওয়ান এর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা কোচবিহারে।
ঘটনাটি ঘটেছে কোচবিহার হরিশ পাল চৌপথি সংলগ্ন এলাকার একটি লজে, সূত্র মারফত জানা গেছে ওই ব্যক্তির নাম নাসিপ এস,এস। তার বাড়ি কেরেলাতে। তিনি কোচবিহারের রুপনগর BSF ক্যাম্পে পোস্টিং ছিলেন। গতকাল বিকেল চারটা নাগাদ সে ওই লজে শিফটিং হয় পরবর্তীকালে আজ যখন তার রুম লজ কর্তৃপক্ষ নক করে তখন দরজার ওপাশ থেকে কোন সদ উত্তর পায় না লজ কর্তৃপক্ষ। অবশেষে তারা খবর দেয় পুলিশকে, পুলিশ সেই লজে গিয়ে অবশেষে সেই ঘরের দরজা খোলে এবং সেই BSF জওয়ানকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়।
এই বিষয়ে লজ কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে হোটেল কর্তৃপক্ষ সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দিতে চাননি অন্যদিকে দেখা গেছে তিনি কোন সদ উত্তর না দিয়ে চলে যান।
