২১জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসকে সফল করার আহ্বান জানিয়ে কোচবিহার শহরে বাইক র্যালি করল তৃণমূল যুব কংগ্রেস।
এদিন কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে প্রায় ১০হাজার সাইকেল সহযোগে শুরু হয় এই র্যালি। গোটা কোচবিহার শহর সহ শহর সংলগ্ন এলাকাগুলিতে কার্যত আলোড়ন ফেলে দেয় তৃণমূল যুব কংগ্রেসের এদিনের এই বাইক র্যালি।

এদিন এই বাইক র্যালি শুরুর আগে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিজেপি বিধায়কের গাড়িতে চেপে তার ছেলে তৃণমূল নেতা তথা কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে এই বাইক র্যালি থেকে। তিনি বলেন এই র্যালি একটি ঐতিহাসিক র্যালি হতে যাচ্ছে। এরপর জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে এ ধরনের র্যালি করা হবে।