ভাঙ্গন অব্যাহত বিজেপিতে, ফের এক পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলো। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের ভক্তরাম দাস নামে এই পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক । নাটাবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত এই তৃণমূলের দখলে ছিল, ভক্ত রাম দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় আরো শক্তিশালী হলো তৃণমূল কংগ্রেস।

এদিন এ প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি জানান, আজকের এই যোগদান নিয়ে মোট ১৮৮ জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন, বিধানসভা নির্বাচন আস্তে আস্তে এই যোগদানের সংখ্যা আরো অনেকটা বেড়ে যাবে। আগামী বিধানসভায় দুই হাজার বুথে পোলিং এজেন্ট দিতে পারবে না বিজেপি।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সদস্য ভক্তরাম দাস জানান, বিজেপিতে যোগ্য সম্মান পাচ্ছেন না। এতদিন হলো পঞ্চায়েত সদস্য হওয়ার পরেও স্থানীয় বাসিন্দাদের কোন উন্নয়নের কাজে সামিল হতে পারেনি। তাই তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন যাতে এলাকার উন্নয়ন হয়।
যদিও এই যোগদানের বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি বলেন ইদানিং জোরপূর্বক বিজেপি নেতাদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। ভোটের আগে তারা ফের বিজেপিতে ফিরে আসবে। পাশাপাশি এই দিন তিনি জানান বহু তৃণমূল নেতারা বিজেপিতে যোগদান দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছে।