কোচবিহার শহরে সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল থেকে গ্রেপ্তার সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ ১০জনকে নিঃশর্ত মুক্তি দিল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বুধবার বিকালে তাদের মুক্তি দেয় পুলিশ।
এদিন সকালে কোচবিহার শহরের কাছারির মোড় এলাকায় ধর্মঘটের সমর্থনে মিছিল চলাকালীন পুলিশ গ্রেপ্তার করে সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ উদ্বাস্তু আন্দোলনের নেতা মহানন্দ সাহা, শ্রমিক নেতা সুবোধ চক্রবর্তী, শিপ্রা গুপ্ত চৌধুরী, অরুণ করঞ্জাই, মহিলা নেত্রী মধুছন্দা সেনগুপ্ত, গণ আন্দোলনের নেতা বিদ্যুৎ কুমার দে, টিঙ্কু গোস্বামী, ছাত্রনেতা অঙ্কন করঞ্জাই, ফারদিন হোসেনকে। দীর্ঘ কয়েক ঘন্টা কোচবিহার কোতোয়ালি থানায় বসিয়ে রাখা হয় তাদের অবশেষে এদিন বিকেলে মুক্তি পান তারা।
এরপর থানার সামনে থেকে মিছিল করে সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তরে নিয়ে আসা হয় গ্রেপ্তার হওয়া সিপিআইএম নেতা কর্মীদের।

শ্রমকোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের জন্য আইন প্রণয়ন, সমস্ত ওষুধের দাম নিয়ন্ত্রণের জন্য কার্যকরী নীতি গ্রহণ করা, সকল প্রকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জামকে জিরো জিএসটি-র আওতায় আনা, শ্রমিকদের সামাজিক সুরক্ষা সহ ১৭দফা দাবিতে এদিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং বিভিন্ন বামপন্থী গণ সংগঠন। এই ধর্মঘটের প্রচারেই এদিন কোচবিহার শহরে মিছিল করতে গিয়ে আশ্চর্যজনকভাবে গ্রেফতার করা হয় তাদের বলে এদিন জানান অনন্ত রায়। এদিন পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি।