মোট ১৭ দফার দাবিতে ৯ ই জুলাই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ ও তাদের গণ সংগঠন গুলি। এদিন বেলা বাড়তেই সাগরদিঘী চত্বরে বনধের সমর্থনে মিছিল করে ধর্মঘট সমর্থনকারীরা। কোচবিহারে বনধ কে ঘিরে ধন্ধুমার পরিস্থিতি। বনধ কে সমর্থন করতে কোচবিহার সাগর দীঘিতে মিছিল করার সময় বনধ সমর্থনকারীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেন পুলিশ। পাশাপাশি আটক করা হয় সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ একাধিক নেতৃত্ব ।