কোচবিহারে তৃণমূল নেতা গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তাদের গাড়ি চালক উত্তম গুপ্তাকে ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলো কোচবিহার জেলা আদালত।কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার ২নং ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতে বৃহস্পতিবার রাতে ঘটে যায় শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হন কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। এই শুট আউট কান্ডে বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তার গাড়ির চালক উত্তম গুপ্তাকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
শনিবার তাদের তোলা হয় আদালতে।পুলিশ তাদের ৭দিনের পুলিশী হেফাজতের আবেদন করলে আদালত তাদের ৫দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।
