বিধানসভা নির্বাচনের আগে আবারও বিজেপিতে ভাঙ্গন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুশান্ত রায় বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে।
উল্লেখ্য গত লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা গেছে কোচবিহারে একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করেছিলেন। তবে এবার বিধানসভা নির্বাচনের আগে একইভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে দেখা যাচ্ছে বিজেপির পঞ্চায়েত সদস্যদের।
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুশান্ত রায় ডাকনাম বাপি বিজেপি ছেড়ে অবশেষে যোগদান করলেন তৃণমূলে।

বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তিনি বিজেপি চরের তৃণমূলে যোগদান করেন। সেখানে তিনি অভিযোগ করেন বিজেপি নোংরা রাজনীতি করে, সব সময় একটি সম্প্রদায়ের মানুষকে নিয়ে তারা লাফিয়ে থাকেন। এছাড়া রাজবংশী সমাজকে বিজেপির পক্ষ থেকে সব সময় অন্ধকারে রাখা হয়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই এদিন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন
যদিও বিজিবি পক্ষ থেকে জানানো হচ্ছে বিজিবি কখনো নোংরা রাজনীতি করে না বিজেপি সব সময় রাজবংশী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই রয়েছে।।