জমি দখলকে কেন্দ্র করে হাতাহাতি, ঘটনায় গুরুতর আহত বাবা ও ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারী এলাকার গাঙালের কুঠি গ্রামে, আহত বাবা ও ছেলে নাম সেরাজুল হক এবং রাবিউল হক। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
বাবা ও ছেলের অভিযোগ তার বাড়ির সামনে রয়েছে গোরস্থান তবে ৪ জন ব্যক্তি কুসুমুদ্দিন মিয়া, মজিদুল মিয়া, খোঁজিদুল মিয়া, কুসুমদ্দিনের জামাই যাকে ওই এলাকার সকলে জামাই নামে চেনে তারা চারজন মিলে দলবল নিয়ে ওই এলাকার একটি গোরস্থান এর জায়গা দখল করতে এসেছিল লাঠি সোটা এবং তাজা বোমা নিয়ে।

সেরাজুল হক এবং রাবিউল হক জমি দখল আটকাতে গেলে তাদের ওপর চড়াও হয় ওই চারজন বলে অভিযোগ এবং তাদের মারধর করে অভিযুক্ত চার জন বলে অভিযোগ । পরবর্তীকালে তারা কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন এই বিষয়ে সেরাজুল হক জানান পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে এদিন ওই চারজন তাদের ওপর চড়াও হয়। অভিযুক্ত চারজন আগে থেকেই ওই গোরস্থানের জমি দখল করতে চেয়েছিল যখন শনিবার রাতে তারা এসেছিল তখন তাদেরকে আটকাতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ।