কোচবিহার ২নং ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতেই বৃহস্পতিবার রাতে ঘটে গেছে শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। শুক্রবার সকালে এই ঘটনাস্থলে দেখা গেল পড়ে রয়েছে একটি গুলির খোল ও একটি তাজা গুলি। এই ঘটনার পর থেকেই ক্রমশ আতঙ্ক বেড়ে চলেছে এই এলাকার সাধারণ মানুষের। থমথমে গোটা এলাকা।
বৃহস্পতিবার রাতে শুট আউট এর ঘটনা ঘটে এই এলাকায়।

গুলিবিদ্ধ হন কোচবিহার ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার ২নং ব্লকের সাধারণ সম্পাদক রাজু দে। বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে চকচকা এলাকায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই তৃণমূল নেতা। গুলি লাগে তার ডান কাঁধে। এরপর তার আশ্রপ্রচার হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। এখানে আশঙ্কাজানো অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা যায়, একদল দুষ্কৃতী চার চাকার কালো গাড়িতে চেপে এসে তার বাড়ির সামনেই তার ওপর গুলি চালায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। শুক্রবার ঘটনার স্থান পরিদর্শন সহ পড়ে থাকা গুলির খোল এবং গুলি উদ্ধার করে নিয়ে যায় পুন্ডিবাড়ি থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে তদন্ত চলছে বলে জানান কর্তব্যরত পুলিশ আধিকারিক।
গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দের বাবা মণীন্দ্র চন্দ্র দে জানান, বৃহস্পতিবার রাত পৌনে এগারোটা নাগাদ নিজেদের বাড়ির সামনেই বসেছিলেন তারা। এই সময় তারা একের পর এক গুলির শব্দ শুনতে পান। কয়েক মিনিটের মধ্যেই তিনটি গুলির আওয়াজ কানে আসে তাদের। ঠিক এই সময়ই তাদের ছেলে রাজু বাড়িতে ঢুকতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে তোমরা বাড়িতে ঢোকো, গুলি করছে। তিনি বলেন তারা তখনও বোঝেননি যে রাজুকেই গুলি করা হচ্ছে। এরপর তার পেছনে পেছনে বাড়িতে ঢুকতে গিয়ে দেখা যায় রাজু শরীরের পেছনে রক্ত ঝরছে। তখনই তারা বুঝতে পারেন রাজুকেই গুলি করা হয়েছে।
কারা গুলি করেছেন? এই প্রশ্নের উত্তরে গুলিবিদ্ধ তৃণমূল নেতার বাবা স্পষ্ট বলেন, রাজনীতির কারণেই গুলি করা হয়েছে তার ছেলেকে। তার কারণ এই এলাকায় ব্যক্তিগত ভাবে রাজুর কোন শত্রু নেই। তিনি বলেন, তারা চাইছেন দ্রুততার সাথে আসামি ধরা পড়ুক। এই এলাকায় এধরনের ঘটনা কোনদিনও ঘটেনি বলে তিনি দাবি করেন। গুলিবিদ্ধ তৃণমূল নেতার বাবা এদিন জানান তার ছেলে রাজু গত রাতের থেকে সামান্য সুস্থ রয়েছেন।