অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ কোচবিহার শহরের জেনকিন্স স্কুলের মোড়ে তাদের ছাত্র সমাবেশ ছিল। তবে ছাত্র সমাবেশের আগে তাদের একটি মিছিল সংঘটিত করা হয়। যখন মিছিলটি জেনকিন্স স্কুলের সামনে থেকে বের হয়। তখন ওই এলাকায় কেউ থাকেন না। এবং তার পাশেই রয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ময়দান আর ওই রাস মেলা ময়দান এর মধ্যেই গাড়ি রাখা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের।
আর ফাঁকা সময়ে এসে তৃণমূলের পক্ষ থেকে তাদের গাড়িগুলি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

এই বিষয়ে গাড়ি চালকরা জানান সর্বপ্রথম তাদের ওখানে বাইকে করে দুজন ছেলে আসে এবং তাদেরকে হুমকি দেয় পরবর্তীকালে দুটি মোটর সাইকেলে কয়েকজন ফিরে এসে তাদের গাড়ির ঠিক সামনে কাচে ঢিল ছোঁড়ে।
এ বিষয়ে এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে জানান এর আগেও ডিএম অফিস অভিযানে তাদের এইভাবে হেনস্তার মুখে পড়তে হয়েছে। ফের আবার হেনস্তার মুখে। তৃণমূলের যদি ক্ষমতা থাকে তাহলে সামনাসামনি আক্রমণ করে দেখাক।
তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার বলেন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অভিযোগ পুরোটাই মিথ্যে অভিযোগ।