ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার দ্রুত সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তর এর দ্বারস্থ ABVP।
উল্লেখ্য গত তিন দিন আগে কোচবিহার গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের থেকে একটি ছাত্রীর অস্বাভাবিক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যেখানে সেই ছাত্রীর পরিবারের থেকে দাবি করা হয় আনিসুল ঘনী নামে এক যুবকের সাথে সেই ছাত্রীর কিছু সম্পর্ক ছিল যা নিয়ে সেই ছাত্রীর পরিবার কোচবিহার কোতোয়ালি থানায় একটি এফ আই আর দায়ের করে তবে এখনো পর্যন্ত সেই আনিসুল ঘনী নামে সেই যুবক থেকে আটক করতে পারেনি পুলিশ তাই অবশেষে কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরের দরস্ত হলেন ABVP।

এ বিষয়ে ABVP এর উত্তরবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি দীপ্ত দে জানান এদিন পুলিশ সুপারের দপ্তরে তারা গিয়েছিলেন কথা বলার জন্য তবে তাদের সঙ্গে কোন রকম কথা বলেননি পুলিশ আধিকারিকেরা। এই আনিসুল ঘনীকে যদি পুলিশ আটক করতে না পারে ধরতে না পারে তাহলে এবিভিপিকে জানিয়ে দেওয়া হোক পুলিশ ধরতে পারছে না তাহলে এবিপি নিজেরাই সেই অভিযুক্তকে ধরবে।