আদালতের রায়ে আজ কোচবিহার পুলিশ সুপারের সাথে দেখা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিধায়ক। তার আগে সোমবার রাতে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আকরাহাট বাজার এলাকায় আক্রান্ত অজিত বর্মন নামে এক বিজেপি কর্মী। বিতর্ক মারধর করা হয়েছে তাকে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিতদের বিরুদ্ধে। এই ঘটনায় ছড়িয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।
কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে দেখা করার অনুমতি চেয়েও পাননি রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা। অবশেষে আদালতের দ্বারস্থ হন তিনি এবং আদালত রায় দেয় কোচবিহারের পুলিশ সুপারকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং পাঁচ বিধায়কদের বক্তব্য শুনতে হবে।

অপরদিকে কোচবিহার শহরে ঢোকার বিভিন্ন রাস্তায়, অর্থাৎ মোট ১৯টি জায়গায় তৃণমূল কংগ্রেসের এনআরসি বিরোধী বিক্ষোভ কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকরা সমবেত হতে শুরু করেছেন নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় এখানে হাতে দলীয় পতাকা এবং কালো পতাকা নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভের সামিল হয়েছেন তারা।

তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়ে দিয়েছেন, তারা একরাশ ঘৃণা উগড়ে দেবেন রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের মধ্যে। ফলে রাজ্যের বিরোধী দলনেতার কর্মসূচি ঘিরে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা। এখন দেখার বিরোধী দলনেতার কর্মসূচিরকে ঘিরে কি পরিস্থিতি সৃষ্টি হয়।