বিদেশ থেকে মদ পাচারের সময় গ্রেফতার ১ ব্যক্তি । ভুটান থেকে ভারতে মদ পাচারের সময় কুমারগ্রাম ব্লকের ভুটিয়াবস্তি এলাকা থেকে একজনকে গ্রেফতার করল কুমারগ্রাম সার্কেলের আবগারি দপ্তর । জানা গিয়েছে,১৮ লিটার ভুটানী মদ উদ্ধার হয়েছে ধৃত ব্যক্তির এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক । বৃহস্পতিবার রাতে ধৃতকে শারীরিক পরীক্ষা করা হয় কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে । শুক্রবার ধৃত ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পাঠিয়েছে আবগারি দপ্তর । ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর ।
