শিকারের খোঁজে লোকালয়ে হানা কিং কোবরার।
শুক্রবার শিকারের খোঁজে লোকালয়ে হানা কিং কোবরার। জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা কিংকোবরা সাপ। জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে ময়নাগুড়ি র রামশাই গ্রামের একটি ঝোপে এরপর সেখান থেকে স্থানীয় মঙলু রায়ের বাড়ির কল পাড়ে আশ্রয় নেয় কিং কোবরা সাপ। খবর পেয়ে ছুটে আসেন রামশাই স্কোয়াডের বন কর্মীরা।আসেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরাও।তারাই এক ঘন্টার চেষ্টায় বিড়াট চেহারার কিং কোবরা সাপ টিকে উদ্ধার করে বন কর্মীদের হাতে তুলে দেন।প্রাথমিক চিকিৎসার পর কিং কোবরা সাপ টিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।