বুধবার সন্ধ্যায় কালিম্পং জেলার মংপং জঙ্গলে ট্রেনের ধাক্কায় মৃত্যু একটি হাতির।
বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সেবক ও বাগ্রাকোট রেলস্টেশনের মাঝে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় এলাকা দিয়ে আলিপুরদুয়ার থেকে শিয়ালদার উদ্দেশে যাচ্ছিল ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই সময়ই দু’টি হাতি ট্রেনের সামনে চলে আসে।

একটি হাতি রেললাইন পেরিয়ে গেলেও অপরটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায়। এরপরই মৃত্যু হয় হাতিটির। সঙ্গে সঙ্গে চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। এরপরই রেল এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেল এবং বন দপ্তরের আধিকারিকরা। যদিও ট্রেনটি মিনিট দশেক সেখানে দাঁড়িয়ে ফের শিয়ালদার উদ্দেশে রওনা দেয়।
হাতির দেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।