বাজার থেকে বাড়িতে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোটর বাইক চালকের। ঘটনাটি রবিবার রাতে চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের কালজানি ব্রিজ এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের উপরের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সঞ্জীব দাস (২৭) । তার বাড়ি প্রথম খন্ড ছাট ভেলাকোপা এলাকায়। সোমবার দেহ টি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে ওই যুব ভিন রাজ্যে কাজ করেন।

কিছুদিন আগে তার বাবা গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে একমাত্র ছেলে তার বাবাকে চিকিৎসা করাতে বাড়িতে চলে আসেন । রবিবার দিনভর জমিতে কাজ করছিলেন। সন্ধ্যায় চিলাখানা বাজার থেকে মাংস কিনে বাড়িতে রেখে পুনরায় বাজারে গিয়েছিলেন।
ফেরার পথে চিলাখানা কালজানি ব্রিজ এলাকায় অসমগামী একটি যাত্রীবাহী বেসরকারি বাসের সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে দেহটি উদ্ধার করে পুলিশ এবং আজ সোমবার ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে দেহটিকে উদ্ধার করা হয়েছে এবং ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।