হ্যামিলটনগঞ্জ তুরি লাইন গ্ৰামে প্রবেশ করল বুনো হাতি। গতকাল রাত এগারোটা নাগাদ গ্ৰামে প্রবেশ করে বুনো হাতি। গ্ৰামে রীতিমতো দাপিয়ে বেড়ায় বুনো হাতি। আতঙ্কে বাসিন্দারা তুরি লাইন এলাকার বাসিন্দারা।
এগারোটা নাগাদ একটি দলছুট বুনো হাতি খাওয়ার সন্ধানে গ্ৰামে প্রবেশ করে দাপিয়ে বেড়ায় বলে জানায় এলাকার বাসিন্দারা।
