কালচিনি মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েত এলাকায় বন্যা দূর্গতদের ত্রাণ দিলো প্রশাসন। গত রবিবার বন্যায় ক্ষতিগ্ৰস্থ হয় মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। জনগণের ঘরে জল প্রবেশ করে। এদিন ক্ষতিগ্ৰস্থ দের প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হল উপস্থিত ছিলেন কালচিনি বিডিও মিথুন মজুমদার, মালঙ্গী প্রধান সহ অন্যান্যরা।
কালচিনি বিডিও জানান মালঙ্গী গ্ৰাম পঞ্চায়েত সুভাষিনি এলাকায় বাঁধ ভেঙ্গে এলাকার নদী লাইন প্লাবিত হয় এছাড়া ভার্ণাবাড়ি, পার মালঙ্গী এলাকায় কিছু এলাকা প্লাবিত হয় আজ সবার হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।
