কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের আছাপাড়া এলাকায় ঝোরায় সেতু নির্মাণের দাবিতে সরব হল এলাকার বাসিন্দারা। এদিন এলাকার বাসিন্দারা কালচিনি বিডিও অফিসে জমায়েত হয়ে বিডিও কাছে ডেপুটেশন প্রদান করে। উল্লেখ্য গতকাল ঐ ঝোরাতে ডুবে মৃত্যু হয় সমীর লোহার নামক এলাকার এক বাসিন্দার।

গতকাল বৃষ্টি হওয়ায় ঝোরায় জল বৃদ্ধি পায় ঐ সময় এলাকার বাসিন্দা সমীর লোহার ঝোরা পারাপার করছিল জলের স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায় অনেকদূর নিয়ে যাওয়ার পর এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে তার মৃত্যু হয়।
এছাড়া এর পূর্বে ঐ ঝোরাতে অনেক দুর্ঘটনা ঘটেছে।
এদিন এলাকার বাসিন্দারা সবাই কালচিনি বিডিও অফিসে জমায়েত হয়ে ঝোরার উপর সেতু নির্মাণের দাবিতে সরব হয়।
যদিও এই বিষয়ে কালচিনির বিডিও মিঠুন মজুমদার জানান বিষয়টা জেলায় জানিয়েছি এবং পরিকল্পনা করে জেলায় পাঠানো হচ্ছে।