এবার মেজর দুর্গা মল্ল’র জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবিতে সরব হলেন গোর্খা সম্প্রদায়ের মানুষেরা। সোমবার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ দুর্গা মল্ল চৌকে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।যেখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাজ বিভূতি খেসং সহ একাধিক পুলিশ আধিকারিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।এদিন এই সভার মঞ্চ থেকে মেজর দুর্গা মল্ল’র জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি জানান গোর্খা সম্প্রদায়ের মানুষেরা।

এ বিষয়ে উদ্যোক্তাদের তরফে কৈলাস ছেত্রী ও পবন লামা বলেন, “দেশের প্রধান সেনাপ্রধান হওয়া সত্ত্বেও, ইতিহাসে তেমন কোনো উল্লেখ নেই তার। তবে দুর্গা মল্ল’র বিষয়ে সকলকে জানাতে হবে।পাশাপাশি, এমন বিপ্লবীদের জন্মজয়ন্তীতে সরকারি ছুটিরও দাবি জানাচ্ছি আমি।”