যানজট রুখতে কার্নিভালের জায়গা পরিবর্তনের পরিকল্পনা দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের। বিগত কয়েক বছর ধরেই ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে চলছিল পুজো কার্নিভাল। যার জেরে ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল পুলিশকে। এমনকি কিছুদিন আগেও কংগ্রেসের তরফে সার্কিট হাউজের সামনে সেই রাস্তা কার্নিভালের জন্য বদলের দাবি জানানো হয়েছিল জেলা শাসককে।

শুক্রবার বালুরঘাট সদর ডিএসপি, পুরসভার চেয়ারম্যান, ট্রাফিকের ডিএসপি যৌথভাবে বিকল্প জায়গা চিহ্নিতকরণে রাস্তায় নামল। প্রাথমিকভাবে মঙ্গলপুর এলাকার ট্রাক টার্মিনাসের সামনে জায়গা চিহ্নিত করা গিয়েছে। পাশাপাশি, বিসর্জন ঘাটে পরিদর্শন করেন তারা। যেখানে হাইড্রোলিক ট্রলারের মাধ্যমে বিসর্জনের কথা বলা হয়েছে।