হাসপাতাল আছে কিন্তু লোডশেডিং হলে পর্যাপ্ত বিদ্যুৎ এর জরুরী কালীন ব্যবস্থা নেই এমনই দৃশ্য আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে । এই গরমে নাজেহাল হয়ে পড়েছেন রোগীরা । কার্যত লোডশেডিং হলেই স্যালাইন হাতে অনেক রোগী বের হয়ে যান বাইরে । মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হলে এই দৃশ্য লক্ষ করা যায় । অভিযোগ, হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নেই বিপদকালীন । লোডশেডিং হলে কোন সময় চালানো হয় না হাসপাতালে থাকা জ্যানেটার । নেই কোন জ্যানেটার অপোরেটার ।

হাসপাতালের কাজ চালানোর জন্য চালানো হয় একটি ইনভেটার তবে কিছু লাইট জ্বলেও ফান চলে না কোন ওয়ার্ডে এবং হাসপাতালে অন্য কোথাও এতে সমস্যায় পড়েন প্রসুতি মা থেকে হাসপাতালে বিভিন্ন ভর্তি থাকা রোগীরা । রোগীর আত্মীয়দের অভিযোগ, লোডশেডিং হলে হাসপাতাল এলাকা গোটা ক্যাম্পাস অন্ধকারে থাকে পর্যাপ্ত বিদ্যুৎ-এর পরিষেবা নেই । আরও অভিযোগ ,এই ধরণের সমস্যা প্রায়ই লক্ষ করা যায় তবে একটি সরকারী হাসপাতালে জ্যানেটার পরিষেবা মিলছে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই । এই বিষয়ে কুমারগ্রাম ব্লকের বিএমওএইচ সৌম্য গায়েন বলেন,এই ধরণের কোন লিখিত কোন অভিযোগ পাইনি তবে পেলে অবশ্যই বিভিন্ন দেখা হবে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।