শববাহী গাড়ি সাথে পিক আপ ভ্যানের সংঘর্ষ । গুরতর জখম ২ ব্যাক্তি । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দুয়ার জেলার কামাখ্যাগুড়ি ২৭নং জাতীয় সড়কের ঘোড়ামারা চৌপথী সংলগ্ন এলাকায় । জানাগিয়েছে ,মৃতদেহ নিয়ে শশানে যাওয়ার সময় পিক আপ ভ্যানের সাথে দুর্ঘটনা ঘটে ঘটনায় মৃতদেহ সাথে থাকা বিন্নাগুড়ির এক ব্যক্তি গুরতর জখম হয়েছে এছাড়াও জখম হয়েছেন কামাখ্যাগুড়ির বাসিন্দা দেবাশীষ রায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পুলিশ দুর্ঘটনা কারণ খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ।
