কাজের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের l ফালাকাটা ব্লকের মরাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রপুর এলাকায় তৈরি হয়েছে ২২০ কেবি সাব স্টেশন l গ্রামে তৈরি হয়েছে সাবস্টেশন সেখানে যাবার রাস্তা তৈরি করবার জন্য গ্রামবাসীরা জায়গা দিয়েছে, তার পরিবর্তে বলা হয়েছিল নন টেকনিক্যাল পদে গ্রামবাসীদের নিয়োগ করা হবে, এখন এই প্রকল্পটি উদ্বোধন হয়ে গেছে এবং তার কাজও শুরু হয়ে গেছে কিন্তু সেখানে গ্রামবাসীদের নেওয়া হয়নি, তাই গ্রামবাসীরা কাজের দাবিতে বিক্ষোভ দেখায়, তার নেতৃত্ব দেন গ্রাম পঞ্চায়েত সদস্য অজয় কুমার বর্মন l