কসবা ঘটনার পর আতঙ্কের পরিবেশ বিভিন্ন কলেজগুলিতে। আর সেই কারণে হাইকোর্ট থেকে নির্দেশ জারি করা হয়েছে কলেজ গুলি থেকে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার।আর সেই মতো নির্দেশ পৌঁছানোর আগেই মালদা কলেজের বন্ধ করা হলো ইউনিয়ন রুম।
উল্লেখ্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনেই রয়েছে ২৮ টি কলেজ।মালদা জেলাতে রয়েছে ১১ টি কলেজ।মূলত ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্যই বিভিন্ন কলেজে খোলা হয়েছিল এই ইউনিয়ন রুম। যার মাধ্যমে ফর্ম তোলা থেকে শুরু করে ফর্ম পূরণ করে দেওয়া হত। সম্প্রতি কসবায় মর্মান্তিক ঘটনা ঘটে যায়। এই ঘটনায় আইনি কলেজের ইউনিয়ন রুমে সমস্ত রকম পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।সূত্রের খবর আর এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ঘটনায় হাইকোর্ট নির্দেশ জারি করে রাজ্য জুড়ে যে কলেজগুলি রয়েছে সেই কলেজ গুলির ইউনিয়ন রুম বন্ধের।আর এরপরই দেখা গেল মালদা কলেজের যে ইউনিয়ন রুম রয়েছে সেই ইউনিয়ন রুম বন্ধ করা হয়েছে।

কলেজের ছাত্র আয়ুষ্মান ভকত জানান, কসবায় যে ঘটনাটি ঘটেছে তা দুঃখজনক ঘটনা। তাই মহামান্য হাইকোর্ট নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গের যে সমস্ত কলেজগুলি রয়েছে সে তার ইউনিয়ন রুম বন্ধ করার।সেই কারণে হাইকোর্টের নির্দেশকে মান্যতা জানিয়ে আমাদের কলেজে ইউনিয়ন রুম বন্ধ রাখা হয়েছে।আমরা জানি নতুন সেমিস্টারের ভর্তি শুরু হয়েছে। তাতে বিভিন্ন সময় সমস্যায় পড়লে ছাত্র-ছাত্রীরা এই ইউনিয়ন রুমে আসতো। সেটা বন্ধ। যেকোনো ইনফরমেশন তারা পেতো।বিভিন্ন সময় ছাত্র ছাত্রীদের তাদের সমস্যায় পড়লে সেই সমস্যার কথা আমাদের বললে আমরা তাদের সমাধান করে দিতাম। ফলে ইউনিয়ন রুম বন্ধ হয়ে যাওয়ায় এই জিনিসটা করা যাচ্ছে না।মহামান্য হাইকোর্টের আদেশ আমরা মানছি।যতদিন এই নির্দেশ জারি থাকবে ততদিন এই ইউনিয়ন রুম বন্ধ থাকবে।
মালদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান,হাইকোর্টোর একটা নির্দেশের কথা শুনেছি।এরপর এডুকেশন ডিপার্টমেন্টে আসবে।আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।তবে এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি।