কসবার গণধর্ষণের ঘটনায় বিরূপ মন্তব্য করে ক্ষোভের মুখে পড়তে হয় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। দলের পক্ষ থেকে সকোজ করা হয় তাকে। কিন্তু এর পরই আজ অন্য কথা শোনা গেল তার মুখে। তিনি বলেন এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ সাজা চান তিনি। পাশাপাশি পরিবার যা চাইছে সেটাই যেন হয়। এবং পরিবার যেন ন্যায্য বিচার পাই। ২৫ তারিখের ঘটনার পর যখন ২৭ তারিখ থেকে এই ঘটনা সারা ফেলে রাজ্যে তখনই শাসক দলের বেশ কিছু দাপুটে মন্ত্রী বিরূপ মত রাখেন। দেখা গেছিল মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিতর্কিত মন্তব্য করেন। কিন্তু দলের পক্ষ থেকে শুধু মাত্র মদন মিত্র কেই শোকজ করা হয়।
তবে মদন কে শোকজ করা হলেও কল্যাণ কে করা হয়নি এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর দেননি মদন মিত্র। তবে এটা স্পষ্ট দলের কাছে প্রশ্নের মুখে পড়ার পর কসবা কাণ্ড নিয়ে মত বদলালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
