বালুরঘাট কলেজে ইউনিয়ন ফি এবং সাইকেল রাখার জন্য ফি আদায়ের প্রতিবাদে কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুমার কুন্ডুর সঙ্গে দেখা করল একদল ছাত্রছাত্রী। তারা জানান, কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক।
কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে ইউনিয়ন ফি বাবদ ৪০০ টাকা এবং সাইকেল রাখার ফি বাবদ ১০০ টাকা নেওয়া হচ্ছিল। ছাত্রছাত্রীদের বক্তব্য, ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে রাজ্যের সমস্ত কলেজ থেকে ছাত্র সংসদ (ইউনিয়ন) তুলে দেওয়া হয়েছে। তাহলে সেখানে ইউনিয়ন না থাকলেও কেন ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তারা।

এছাড়াও, কলেজের বাইরে থেকে বহু ছাত্রছাত্রী পড়াশোনার জন্য আসলেও তারা সাইকেল নিয়ে আসেন না। সে ক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী সাইকেল আনেন না, তাদের কাছ থেকেও কেন সাইকেল রাখার ফি নেওয়া হচ্ছে, সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পড়ুয়ারা।
অধ্যক্ষের সঙ্গে আলোচনার সময় ছাত্রছাত্রীরা জানিয়ে দেন, অবিলম্বে এই অযৌক্তিক ফি বাতিল করতে হবে। না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।