কলকাতা- সায়রং এক্সপ্রেসকে স্বাগত জানাতে গিয়ে মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি তৃণমূলে ধুন্ধুমার। নয়া এক্সপ্রেস ট্রেনকে স্বাগত জানাতে আগে থেকেই মুর্শিদাবাদ স্টেশনে উপস্থিত ছিলেন তৃণমূল ও বিজেপি নেতা কর্মীরা। রবিবার দুপুরে নশিপুর রেলব্রিজ হয়ে মুর্শিদাবাদ স্টেশনে ঢোকে কলকাতা- সায়রং এক্সপ্রেস। সেই সময় স্টেশন চত্বরে বচসায় জরিয়ে পড়েন বিজেপি ও তৃণমূল কর্মীরা। চলে শ্লোগান, পাল্টা শ্লোগান।

বিজেপির পক্ষ থেকে স্টেশনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে সেখানে দেখা যায় মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিত ধরকে। ট্রেন বেড়িয়ে যাওয়ার পরেও দুপক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়ায়।