কলকাতা ইউনিভার্সিটির সামনে থেকে একটি মিছিল মহাত্মা গান্ধী রোডের ক্রসিংয়ে গিয়ে পথ অবরোধ করে দেয়। এবং সৃজনসহ যাদবপুর গাঙ্গুলী বাগানে যাদের যাদের গ্রেফতার করেছে তাদেরকে নিঃস্বার্থ মুক্তির দাবি তুলতে থাকেন, এবং সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে। কিন্তু টায়ার জালানোর আগেই পুলিশ বাধা দেয় এবং অবরোধকারীদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে।

ধুন্দুমার পরিস্থিতি সৃষ্টি হয় উভয়পক্ষের বচসা হাতাহাতি হতে থাকে কয়েকজনকে ধরে প্রিজম ভ্যানে তুললে সেই প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে sfi সমর্থকেরা। বাধ্য হয় তাদের ছেড়ে দিতে। পরবর্তীকালে তারা ফের মিছিল করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আসেন এবং সেখানে তাদের কর্মসূচি শেষ করেন।