কাজ থেকে ছাটাই করে দেওয়ার বদলা। প্রাক্তন কর্মীর ধারালো অস্ত্রের কোপে জলপাইগুড়ি তে বা হাত খোয়ালেন তামাক ও খড়ির ব্যবসায়ী। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর এলাকার ঘটনা। অভিযুক্ত যুবক প্রসুন দাস কে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানাগিয়েছে, বেশ কিছু দিন আগে একই এলাকার বাসিন্দা প্রসূন নামে এই যুবক কে কাজ থেকে ছাটাই করে দিয়ে ছিলো তামাক ও খড়ির ব্যবসায়ী পিন্টু দেবনাথ। এদিন আচমকাই পিন্টুর উপর চড়াও হয় প্রসুন।

প্রানে মারার চেষ্টা করে।ঠেকাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে টুকরো হয়ে যায় হাত।আহত ব্যবসায়ী কে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এখান থেকে শিলিগুড়ি স্থানান্তরিত করা হয়েছে। ব্যবসায়ীর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তারাই অভিযুক্ত যুবক কে আটক করেন। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রসুন দাস কে গ্রেফতার করেছে।