চা বলয়ে কর্মরত গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন ছুটি মিলছেনা এমনকি প্রতিমাসে তার ডাক্তারি পরীক্ষায় যেতে ও ছুটি মিলছেনা। তাদেরকে বলপূর্বক বেশি পরিমাণে কাজ করানো হচ্ছে এমন অভিযোগ উঠে এল ডুয়ার্সের কালচিনি চা বাগান থেকে।
কেউ বা সাত মাসের গর্ভবতী কেউ ছয় মাসের কেউ আট মাস হতে চলছে এমন কিছু মহিলা চা শ্রমিক রয়েছে যারা বাগানে কাজ করে চলছে তারা অভিযোগ করছে প্রতিমাসে ডাক্তারি পরীক্ষা করাতে যেতে হয় কিন্ত পরীক্ষা করাতে যেতে বাগান থেকে ছুটি চাইলে ছুটি মিলছেনা এমনকি তাদের মাতৃত্বকালীন ও ছুটি মিলছেনা উপরন্তু তারা যদি কেউ কম চা পাতা তোলে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বাগান কতৃপক্ষ থেকে এমন মারাত্মক অভিযোগ উঠে এল।

দীপা নাগাসিয়া, সবিতা ওরাঁও নামক মহিলা চা শ্রমিক জানান আমরা গর্ভবতী প্রতি মাসে আমাদের ডাক্তারি পরীক্ষা করাতে যেতে হয় কিন্ত ছুটি মিলেনা। এছাড়া মাতৃত্বকালীন ছুটি ও মিলবেনা বলে বাগান কতৃপক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। যেখানে সরকারি ও বেসরকারি সব জায়গায় ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি মিলে সেখানে কালচিনি চা বাগানে মহিলা শ্রমিকরা অভিযোগ করছে তাদের ছুটি মিলছেনা।
এই বিষয়ে আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা জানান যে সমস্ত চা বাগান ছুটি দিচ্ছেনা আমরা তাদের সাথে কথা বলবো এবং গর্ভবতী মহিলারা যাহাতে সুবিধা পায় তার ব্যবস্থা করব।
যদি ও কালচিনি চা বাগানের ম্যানেজার অমিতাভ ঝা জানান বাগান বন্ধ ছিল মাত্র ছয় মাস হয়েছে বাগান খুলেছে। তিনি জানান ছুটি দেওয়া হচ্ছে।